Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

অবস্থান :- ২২.২৭˙- ২২.৪৪˙ উত্তর অক্ষাংশ, ৯২.১৯˙- ৯২.৩৩˙ পূর্ব দ্রাঘিমাংশ।

(উত্তরে :- বরকল উপজেলা, দক্ষিণে :- বিলাইছড়ি উপজেলা, পূর্বে :- ভারতের মিজোরাম সীমান্ত, পশ্চিমে :- রাঙ্গামাটি সদর উপজেলা)

উপজেলার সূত্রপাত :- ২৫ জুলাই, ১৯৮৩ খ্রি:

নাম করণের ইতিহাস :- চাকমা ভাষা ‌‘‌‘জুরা’’ অর্থ ঠান্ডা, ‌‘‌‘ছড়ি’’ অর্থ ছড়া। উপজেলা সদরের দক্ষিণে শলক নদীর উজানে জুরাছড়ি নামক একটি ছড়া রয়েছে। এ ছাড়া পানি খুবই ঠান্ডা। এ জুরাছড়ি ছড়ার নামেই এ উপজেলার নামকরণ করা হয়েছে জুরাছড়ি। জুরাছড়ি ছিল বরকল থানার আওতাধীন একটি ইউনিয়ন। পরবর্তীতে জুরাছড়ি ইউনিয়নকে ৪টি ইউনিয়নের ভাগ করে ১৯৮০ খ্রি: সালে ১৮ নভেম্বর জুরাছড়িকে থানা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসাবে ১৯৮৩ সালের ২৫ জুলাই উপজেলায় উন্নীত করা হয়।

আয়তন :- ৬০৬.০৫ বর্গ কি: মি:

জেলা সদর হতে দূরত্ব :- ৫৭ কি: মি: (নৌ পথ)

জনসংখ্যা :- ২৭,৭৮৬ (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

পুরুষ :- ১৪,৮৩৯ জন, মহিলা :- ১২,৯৪৭ জন

মুসলিম


হিন্দু


চাকমা


মারমা


তংচংগ্যা


পাংখো


ত্রিপুরা


রাখাইন


মোট জনসংখ্যা(আদম শুমারি-২০১১)


১,২৬৫ জন


১৯০ জন


২৫,১৯৯ জন


৬৮ জন


৯২৮ জন


৯০ জন


১৭ জন


২৯ জন


২৭,৭৮৬ জন

পরিবারের সংখ্যা :- ৬,১৩৬ (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

গ্রামের সংখ্যা :- ১৫৪(২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

ভোটার সংখ্যা :- ১৭,০২৫ জন ( হালনাগাদ ভোটার তালিকা-২০১৭)

পুরুষ :- ৮,৯৩২ জন, মহিলা :- ৮,০৯৩ জন

শিক্ষিতের হার :- ৪৬.৮০ (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী)

ইউনিয়নের সংখ্যা:- ৪টি

ইউনিয়নের নাম :- জুরাছড়ি ইউনিয়ন, বনযোগীছড়া ইউনিয়ন, মৈদং ইউনিয়ন, দুমদুম্যা ইউনিয়ন

মৌজার সংখ্যা :- ১১টি (১৩৩ নং জুরাছড়ি মৌজা, ১৩৫ নং জারুলছড়ি মৌজা, ১৩৬ নং এরাইছড়ি মৌজা, ১৩৭ নং পানছড়ি মৌজা, ১৩৮ নং মৈদং মৌজা, ১৪১ নং চকপতিঘাট মৌজা, ১৪২ নং ডুবাজারুল মৌজা, ১৪৩ নং কুসুমছড়ি মৌজা, ১৪৫ নং বনযোগীছড়া মৌজা, ১৪৭ নং লুলাংছড়ি মৌজা, ১৫০ নং দুমদুম্যা মৌজা

দর্শনীয় স্থান :- ১২৬ ফুট বুদ্ধমূর্তি, সুবলং শাখা বন বিহার, আমতলী ধর্মোদয় বন বিহার, পানছড়ি বড় চিবাঝর্ণা, কুলুকপানিছড়া ঝর্ণা, বসন্ত পাংখোয়া পাড়া, বটতলী পাড়া, তাগলকছড়া ঝর্ণা

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা :- ৬৫টি ( সরকারি :- ৬১টি, বেসরকারী :- ৪টি)

হাই স্কুলের সংখ্যা :- ৭টি

মাধ্যমিক:-২টি ( সরকারি:- ১টি, বেসরকারি :- ১টি)

নিম্ন মাধ্যমিক:- ৫টি ( এমপিও ভূক্ত ২টি, নন এমপিও ভূক্ত ৩টি)

কলেজের সংখ্যা :- ১টি বেসরকারি

মসজিদের সংখ্যা :- ৬টি

মন্দিরের সংখ্যা :- ১টি

বৌদ্ধ মন্দিরের সংখ্যা :- ৬৩টি

গীর্জার সংখ্যা :- ২টি

থানা সংখ্যা :- ১টি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স :- ১টি

কমিউনিটি ক্লিনিক :- ৩টি

পরিবার কল্যান কেন্দ্র :- ২টি

পোস্ট অফিস :- ১টি

ব্যাংক :- ৩ টি ( সোনালী ব্যাংক লি:, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক)

প্রধান এনজিও :- আইডিএফ, ব্র্যাক, গ্রীণহিল ও সিআইপিডি

মোট আবাদী জমির পরিমাণ :- ১৬,১৫০.০০ একর

প্রধান অর্থকরী ফসল :- আদা, হলুদ, কলা ও ধান

পাকা রাস্তা :- ২০.০০ কি: মি:

কাঁচা রাস্তা :- ৬৯০.৪২ কি:মি: